Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

সমতাভিত্তিক ও মানসম্মত প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে ইউআরসি, সদর, নারায়ণগঞ্জ প্রতিশ্রুতিবদ্ধ। প্রাথমিক শিক্ষার সার্বিক দায়িত্ব সাংবিধানিকভাবে রাষ্ট্রের উপর এবং তা বিবেচনায় প্রাথমিক শিক্ষাকে সাংবিধানিকভাবে অবৈতনিক ও বাধ্যতামূলক করা হয়েছে। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের জন্য মানসম্মত শিক্ষকের বিকল্প নেই।  শিক্ষকদের উপজেলা রিসোর্স সেন্টারের অধীনে  প্রশিক্ষণ প্রদান এবং Training Tracking Software এ শতভাগ এন্ট্রি এবং Google Meet App সম্পর্কে Orientation সম্পন্ন করেছে এবং অনলাইন পাঠদানে সার্বিক সহায়তা প্রদান করে আসছে। শিখন ঘাটতি পূরণ পরিকল্পনা সহ বার্ষিক সময়াবদ্ধ পাঠ পরিকল্পনা (Recovery lesson Plan) উপজেলাধীন শিক্ষকগণকে অবহিত করা হয়েছে। বিদ্যালয়সমূহ প্রমাপ অনুযায়ী নিয়মিতভাবে একাডেমিক সুপারভিশন (সরাসরি ও ভার্চুয়াল) সম্পন্ন করা হয়েছে। বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ী যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, বৃক্ষরোপন কর্মসূচী, বিদ্যালয় পর্যায় মা সমাবেশ, হোম ভিজিট, উঠান বৈঠক,  Covid-19 সমন্ধে সতর্ক করার মাধ্যমে ছাত্র অভিভাবকগণকে স্বাস্থ্য সেবা, সামাজিক দূরত্ব, ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধোয়ায় উদ্বুদ্ধকরণ, উপজেলা শিক্ষা কমিটির সভা সহ বিভিন্ন কার্যক্রম উপজেলা শিক্ষা অফিসারের সাথে সমন্বয় করে কর্মসম্পাদন করা হয়।


নিম্নে সাম্প্রতিক বছর সমূহের বিশেষ বিশেষ অর্জনসমূহ উল্লেখ করা হলো-

১। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এস্যাসটিভ ভিডাইজ পিইডিপি- ৪ এর আওতায় সরবরাহ করা হয়েছে। 

২। ঝড়ে পড়ার হ্রাস পেয়েছে। 

৩। অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। 

৪। যথাযোগ্য মর্যাদায় জাতীয় বই উৎসবের মাধ্যম্যে শিক্ষার্থীর নিকট বই সরবরাহ করা হয়। 

৫। ইএফটির মাধ্যম্যে সুভিধাভোগী অভিভাবকদের নিকট উপবৃত্তির টাকার প্রদান বর্তমান সরকারের একটি মাইল ফলক উদ্যোগ। 

৬। ২০২২ -২৩ অর্থ বছরে বিদ্যালয়ের স্লিপ কার্যক্রম বাস্তবায়নের জন্য ১ম কিস্তি প্রদান করা হয়েছে এবং ২য় কিস্তির কাজ চলমান রয়েছে। 

৭। ২০২১-২০২২ অর্থ বছরে বিদ্যালয় নির্মান, বিদ্যালয় ক্ষুদ্র মেরামত, বিদ্যালয় নীড বেইজ প্লেইং এক্সেসরিজ ও বিদ্যালয়ে ওয়াশ ব্লক এর বরাদ্দ টাকা বিদ্যালয়কে প্রদান করেছে। 

৮। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হয়েছে। 

৯। মান সম্মত প্রাথমিক শিক্ষা বিস্তারে উপজেলা পর্যায়ে সামাজিক উদ্ধুদ্ধকরন কর্মসূচী  সেবা প্রদান এবং দুর্নীতি বিরোধী আন্দোলনের জন্য সকলকে উৎসাহিত করা হয়।